প্রকাশিত: Fri, Jul 14, 2023 9:34 PM
আপডেট: Mon, Jan 26, 2026 10:32 AM

[১]নির্বাচনকেন্দ্রিক হলেও উজরা জেয়ার সফরের লক্ষ্য ছিলো সম্পর্ক উন্নয়ন: অভিমত [২]দেখার বিষয় বিরোধী দল কী করে

 মাজহারুল মিচেল: [৩] আন্তর্জাতিক বিশ্লেষকরা ধারণা করছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্রবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বাধীন দলটির সফর কিন্তু বাংলাদেশের সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা নয়। এটি নির্বাচনকে ঘিরে হলেও মূল লক্ষ্য সম্পর্কের উন্নয়ন। 

[৪] আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ড. ইমতিয়াজ আহমেদ জানান, এদেশের অভ্যন্তরীণ দল নিয়ে তাদের কোন আগ্রহ নেই। তারা শুধু চায় একটি সুস্থ নির্বাচন। এবার দেখার বিষয় প্রধান বিরোধী দল কী করবে। আন্দোলনে যাবে কি না সেটি তাদের বিষয়। তফসিল ঘোষণা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।

[৫] রাজশাহী বিশ^বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক কে এম মহিউদ্দিন জানান, তারা শুধু চায় বাংলাদেশের সাথে সুসম্পর্ক। এ সুসম্পর্ক ভারত ও চীনকে কেন্দ্র করে। তারা চায় না যেন তাদের কর্তৃত্ব যেন তাদের হাতে চলে যায়। সেজন্যই তারা চায় আমাদের সাথে তাদের সম্পর্ক ভালো হোক। এটাই সফরের পিছনের কূটনীতি। তবে এ সফরটি একটি নিয়মিত কাজের একটি অংশ বলেও তিনি জানান।

[৬] তিনি বলেন, এ সফরের আরেকটি উদ্দেশ্য হতে পারে সরকারকে চাপে ফেলে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। 

[৭] পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা শাখার পরিচালক সামিয়া ইসরাত রুনি আমাদের নতুন সময়কে জানান, মার্কিন প্রতিনিধি দল যতগুলো বৈঠকে অংশ নিয়েছে, সবগুলোতেই তারা খুব মনোযোগের সাথে কথা শুনেছে। তবে তাদের যা চিন্তা ও মনোভাব ছিল সেখান থেকে তারা একটু সরে আসেননি।

[৮] তারা বাংলাদেশের সাথে সুম্পর্ক বজায় রাখতে ব্যাবসা-বাণিজ্য বাড়াতে খুবই আগ্রহী বলেও তিনি জানান। সম্পাদনা: সালেহ্ বিপ্লব